শিরোনাম:
শেওড়াপাড়ায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- Update Time : ০৬:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানীর শেওড়াপাড়ায় নির্মাণাধীন আটতলা ভবন থেকে পড়ে মঞ্জুর হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার ২ নভেম্বর দুপুর দেড়টার দিকে শেওড়াপাড়ায় নির্মাণাধীন আটতলা ভবনের সপ্তম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান মঞ্জুর। গুরুতর আহত অবস্থায় মঞ্জুরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মঞ্জুরের সহকর্মী আকবর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মঞ্জুর হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মমানসা গ্রামের মোস্তফার ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানিয়েছেন, মঞ্জুরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।