টানা ৪ ম্যাচে জয় পায়নি বার্সা
- Update Time : ০৭:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ০ Time View
খেলা ডেস্ক : চলতি মৌসুমে বার্সা যেন অচেনা এক দল। শনিবার রাতে আলাভেসের মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সা। এর ফলে টানা ৪ ম্যাচে জয় পায়নি বার্সা ।
এই নিয়ে লা লিগায় টানা চার ম্যাচে জয়শূন্য রইলো কাতালান জায়ান্টরা। ম্যাচের শুরুটা ঢিমেতালে করলেও সময়ের সঙ্গে সঙ্গে ঠিকই গুছিয়ে কিছু আক্রমণে উঠেছিল বার্সা। এর মধ্যে দ্বাদশ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও আনসু ফাতি শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। ২৩তম মিনিটে লিওনেল মেসির ফ্রি-কিক গোল লাইন থেকে ফিরিয়ে দেন আলাভেসের নাভারো হিমেনেস।
শুরুর আক্রমণের ধারা কিছুটা ঝিমিয়ে পড়তেই গোল হজম করে বসে বার্সা। এজন্য অবশ্য নেতো। বার্সা গোলরক্ষককে ব্যাক পাস দেন সেন্টার-ব্যাক জেরার্ড পিকে। ওদিকে বলের দিকে ছুটে আসেন আলাভেসের রিয়োহা। তাকে ছুটে আসতে দেখে তাড়াহুড়ো করতে গিয়ে বল হারান নেতো আর তা কাজে লাগিয়ে আলাভেসকে এগিয়ে দেন রিয়োহা।
৬২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আলাভেসের হোতা। একজন কমে যাওয়ার ১ মিনিট পরেই দারুণ এক ফিনিশিংয়ে সমতা ফেরান আতোঁয়া গ্রিজম্যান। এর কিছুক্ষণ পর মেসির শট দারুণ দক্ষতায় ফেরান আলাভেসের গোলরক্ষক।
এই নিয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বাদশ স্থানে আছে বার্সা। ২ ম্যাচ বেশি খেলা আলাভেসেরও পয়েন্ট সমান। তবে শীর্ষে থাকা রিয়াল এখন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে এগিয়ে গেছে ৮ পয়েন্টের ব্যবধানে।
এসএস//