যুক্তরাজ্য আবারো লকডাউন
- Update Time : ০৩:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ০ Time View
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে আবারো এক মাসের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
আজ রোববার ১ নভেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়। আগামী বৃহস্পতিবার ৫ নভেম্বর থেকে চার সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে যুক্তরাজ্যে। দ্বিতীয় দফার লকডাউনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ না রাখলেও চলবে। তবে রেস্তোরাঁ, ফিটনেস সেন্টার (জিম) ও অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, সব রেস্তোরাঁ, ব্যায়ামাগার, পানশালা এবং দৈনন্দিন প্রয়োজনে জরুরি নয় এমন দোকানপাট চার সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে গতবারের লকডাউনের সাথে খানিকটা তফাৎ থাকবে এবার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। ডিসেম্বরের ২ তারিখের পর লকডাউন শিথিল করা হবে।
যুক্তরাজ্যে শনাক্তের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। গড়ে প্রতিদিন প্রায় ২২ হাজার নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা গড়ে প্রায় সাড়ে তিনশ।
এসএস//