শিরোনাম:
বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- Update Time : ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : যশোর শহরের ঘোপ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রাকিব উদ্দিন মোল্লা (৩০) নামেে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার ১নভেম্বর সকালে পিলু খান সড়কের সৈয়দা ফারজানা পারভীনের নির্মাণাধীন তিনতলা বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকিব উদ্দিন মোল্লা (৩০) চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের রাইচ উদ্দিন মোল্লার ছেলে।
নিহতের সহকর্মীরা জানান, তিনতলা ভবনের পলেস্তরার কাজের জন্য বাঁশ দিয়ে মই তৈরি করছিলেন রাকিব। এক পর্যায়ে তারা দেখতে পান বিদ্যুতায়িত হয়ে ছটফট করছেন রাকিব। পরে তারা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।
এসএস//