সারাদেশ ডেস্ক :বৈশ্বিক মহামারি করোনার উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘ সাত মাসের বেশি সময় বন্ধের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার ভারতের তিনটি স্থানে ফ্লাইট শুরু করেছে।
আজ রোববার ১ নভেম্বর থেকে দেশটির কলকাতায় নিয়মিত ফ্লাইট চালাবে বিমান।
বিমান সূত্র জানায়, দীর্ঘ সাত মাস পর গত বৃহস্পতিবার দিল্লিতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে বিমান। কলকাতায় ১ নভেম্বর থেকে বিমানের নিয়মিত ফ্লাইট চলবে। ভারতে যাওয়ার পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের।
এছাড়া করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে। করোনা পরীক্ষা ও ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
করোনার প্রকোপ দেখা দিলে গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়।
এসএস//
Leave a Reply