শিরোনাম:
ফের ২ দিনের রিমান্ডে ইরফানের দেহরক্ষি দিপু
- Update Time : ০৭:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী দিপুর ফের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার ৩১অক্টোবর ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর-রহমানের আদালত এই আদেশ দেন।
এর আগে তিন দিনের রিমান্ড শেষে আসামি দিপুকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ তার পাঁচ দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করেন। আদালত শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ অক্টোবর সকালে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, এবি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।
এসএস//