স্পোর্টস ডেস্ক : বিশ ওভারের মারকাট ক্রিকেটে ক্রিস গেইলের তুলনা তিনি নিজেই।
রান, সেঞ্চুরি, ছক্কা, চার কিংবা ম্যাচ জেতানো ইনিংস-কোনোটিতেই তার ধারেকাছে নেই বিশ্বের আর কোনো ক্রিকেটার। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনিই মহারাজা।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল-যার ব্যাটিংয়ের ইতিহাস লেখার খাতায় এবার জমা হয়েছে নতুন এক কীর্তি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হাঁকিয়েছেন এক হাজার ছক্কা।
শুক্রবার ৩০ অক্টোবর আবুধাবিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত ইনিংসের সপ্তম ছক্কা হাঁকানোর মাধ্যমে ‘ছক্কার হাজারি’ হয়েছেন “দ্য ইউনিভার্স বস গেইল”। কার্তিক ত্যাগির বাউন্সারে সজোরে হাঁকিয়ে বল সীমানাছাড়া করেন তিনি।
পরের ওভারে জোফরা আর্চারকে গ্যালারিতে পাঠিয়ে বিশ ওভারের ক্রিকেটে নিজের ছক্কার সংখ্যাকে নিয়ে গেছেন ১০০১-এ। অথচ এই ফরম্যাটে ৭০০ ছক্কাও নেই বিশ্বের আর কোনো ক্রিকেটারের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯০টি ছক্কা মেরেছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) : ৪০১ ইনিংসে ১০০১ ছক্কা। কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) : ৪৬৬ ইনিংসে ৬৯০ ছক্কা, বেন্ডন ম্যাককালাম -নিউজিল্যান্ড : ৩৬৪ ইনিংসে ৪৮৫ ছক্কা, শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) : ৩৩৫ ইনিংসে ৪৬৭ ছক্কা, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) : ২৮৬ ইনিংসে ৪৪৭ ছক্কা।
এখন দেখার অপেক্ষায় এই মারকুটে ব্যাটসম্যান কোথায় গিয়ে থামেন।
এসএস//
Leave a Reply