শিরোনাম:
সাতক্ষীরায় এক যুবকের আত্মহত্যা
- Update Time : ০১:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে গলায় গামছা পেঁচিয়ে চন্দ্র শেখর সরকার (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
গতকাল শুক্রবার ৩০ অক্টোবর মধ্যরাতে বাড়ির পাশে বেসরকারি সংস্থা এসডিএফ’র প্রবেশদ্বারে তিনি আত্মহত্যা করেন।
নিহত চন্দ্র শেখর সরকার মাগুরা গ্রামের নিমাই সরকারের ছেলে। তিনি কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে সৈনিক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
তালা থানা পুলিশ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কোনো সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করছি মানসিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন। প্রেমঘটিত বিষয়ও থাকতে পারে। আমরা তদন্ত করছি।
এসএস//