শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১
- Update Time : ১২:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেগশ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন আরো ২০ জন।
শুক্রবার রাত ৮টায় শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ বড়চর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের দক্ষিণ বড়চর এলাকায় হবিগঞ্জগামী বিছমিল্লাহ পরিবহনের একটি বাস ও ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও আরো ২০ জন আহত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএস//