বিশ্বে করোনায় সুস্থ ৩ কোটি ৩২ লাখ
- Update Time : ০২:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে গোটা বিশ্বে সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৮২১ জন। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৯৩ হাজার ৭৪৪ জনে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৩ লাখ ১৬ হাজার ২৯৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৫৯ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮১ লাখ ৩৬ হাজার ১৬৬ জন এবং মারা গেছে ১ লাখ ২১ হাজার ৬৮১ জন। এছাড়া দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ লাখ ৩০ হাজার ৯১১ জন রোগী।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ১৯ হাজার ৫২৮ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৬২ জনের। আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ লাখ ৬৬ হাজার ২৬৪ জন।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৯৯ হাজার ৯৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৬৫৬ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ৫৬০ জন।
পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৩ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫৬৫ জনের। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ১ লাখ ১৬ হাজার ৫৩৩ জন।
এসএস//