বাফুফে সহ-সভাপতি নির্বাচিত মহি
- Update Time : ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : বাফুফে নির্বাচনে সহ-সভাপতি পদে মহিউদ্দীন মহি ও তাবিথ আউয়ালের মধ্যে সমান সমান ভোট পেয়ে টাই হয়ে যায় । দ্বিতীয় মুখোমুখিতেও তাবিথকে চার ভোটে হারিয়ে চতুর্থ সহ-সভাপতি নির্বাচিত হলেন মহিউদ্দিন মহি।
আজ শনিবার ৩১ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ১টায় শেষ হয়। মোট ১৩৭ ডেলিগেটের মধ্যে ভোট দিয়েছেন ১৩০জন।
মোট ১৩০ জন ডেলিগেট প্রদান করা ভোটের মধ্যে ৬৭ ভোট পেয়ে চতুর্থ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন মহি। তাবিথ আউয়াল পেয়েছেন ৬৩ ভোট।
নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন, ‘শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মহি ৬৭ ভোট আর তাবিথ ৬৩ পেয়েছেন। চার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন মহি। আমরা সবাই ফুটবলের উন্নয়ন চাই। ডেলিগেটসহ বাফুফেকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
তিন অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতির একটি পদ ছাড়া বাকি সব পদে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। শুধু বাফুফের দুই সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল সমান ৬৫ ভোট পাওয়ায় একই পদের ফল টাই হয়ে যায়। মীমাংসার জন্য শনিবার আবারও ভোটগ্রহণ হয়।
এসএস//