শিরোনাম:
নতুনবাজার বস্তিতে আগুন : দুজনের অবস্থা আশঙ্কাজনক
- Update Time : ০১:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানী কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন দুজন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
তারা হলেন- আনোয়ার হোসনের (২১) ও আক্তার হোসেন (১৯)। এর মধ্যে আনোয়ারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে। আক্তার হোসেনের শরীরের ৪০ শতাংশ পুড়েছে।
গতকাল শুক্রবার ৩০ অক্টোবর রাতে কল্যাণপুর নতুনবাজার বস্তিতে আগুন লাগে। আগুনের খবরে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়।
এক ঘণ্টারও বেশি সময় কাজ করে রাত ১১টা ১০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
এসএস//