শিরোনাম:
১০ নভেম্বর থেকে ৬৪ জেলায় ই-পাসপোর্ট
- Update Time : ১২:২২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : আগামী ১০ নভেম্বর থেকে দেশের ৬৪টি জেলায় ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) কার্যক্রম চালু হবে বলে জানায় পাসপোর্ট অধিদপ্তর।
বর্তমানে ৪৭টি জেলায় এ সেবার সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। আর মহামারি করোনার মধ্যেও ই-পাসপোর্ট কার্যক্রম চলমান রয়েছে।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।
এসএস/