পদ্মায় ২ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
- Update Time : ১১:৫১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী সুতালড়ী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
এ সময় ইলিশ ধরার ৩টি নৌকা জব্দ করে মৎস্য বিভাগের হেফাজতে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন ও থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
মো. বিল্লাল হোসেন জানান, আজ পদ্মা নদীর বিভিন্ন তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। চরাঞ্চলের সুতালড়ী এলাকা থেকে নিষিদ্ধ ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া ৩টি ইলিশ মাছ ধরার ট্রলার আটক করে মৎস্য বিভাগের হেফাজতে দেওয়া হয়েছে। ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসএস//