গাজীপুর প্রতিনিধি : আগামী ১ নভেম্বর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।
প্রধান বন সংরক্ষক মো. আরিফুল হক বেলাল স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ এসেছে বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান।
শিশু-কিশোরসহ সব বয়সীদের শিক্ষামূলক বিনোদন ও বন্য প্রাণী গবেষকদের প্রিয় প্রাঙ্গণ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি এ বছরের ২০ মার্চ থেকে মহামারি করোনার কারণে বন্ধ আছে।
করোনা পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পার্কটি বন্ধ ঘোষণা করা হয়।
দেশের বৃহত্তম প্রাণ-প্রকৃতিতে সমৃদ্ধ এই সাফারি পার্ক বন্ধ থাকা অবস্থায় অনেকেই অপেক্ষায় ছিলেন এমন একটা ঘোষণার জন্য। স্বাস্থ্যবিধি মেনে পার্ক পরিচালনা করতে বলা হয়েছে। ১ নভেম্বর থেকে পার্ক খুলে দেয়ার জন্য দর্শনার্থীদের সুবিধার্থে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
এসএস//
Leave a Reply