সারাদেশ ডেস্ক : মেহেরপুরের গাংনীতে আবু বক্কর শাহ নামে একজনকে হত্যার দায়ে আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৯ অক্টোবর মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, গাংনী উপজেলার করমদি গ্রামের ইউনুস আলীর ছেলে এনামুল হক, আবদুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম, মিলু শাহার ছেলে আব্দুল বারী, চেঙ্গিস শাহার ছেলে রমজান শাহা, মিলু শাহার ছেলে মোহাম্মদ শাহা, তৈয়্যব আলীর ছেলে সিরাজুল ইসলাম পচা, ইসমাইল হোসেনের ছেলে আলতাফ হোসেন ও আমজাদ শাহার ছেলে মিন্টু শাহা।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৪ মার্চ করমদি গ্রামের বশির উদ্দিনের ছেলে আবু বক্কার শাহ সকালে মাঠে ঘাস কাটছিলেন। ওই সময় পূর্ব শত্রুতার জেরে আসামিরা বক্কার শাহার ওপর হামলা চালায়। পরে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহত বক্কার শাহার ছেলে শাহাবুদ্দিন শাহা বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা করেন।
এসএস//
Leave a Reply