শিরোনাম:
ফ্রান্সে ছুরিকাঘাতে নিহত ৩
- Update Time : ০৮:৩১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ফ্রান্সের নিসের গির্জার কাছে ছুরি হামলায় তিনজন নিহত এবং বেশ ক’জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকালে নিস শহরের নটরডেম গির্জার কাছে ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত এক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছে রুশ গণমাধ্যম আরটি।
সন্দেহভাজন হামলাকারীকে আটকের কথা জানিয়েছেন নিস-এর মেয়র ক্রিটিয়ান এস্ট্রোসি। এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন তিনি। তবে হামলাকারীর উদেশ্যে এখনো পরিষ্কার নয় বলেন তিনি।
হামলার ঘটনায় ওই এলাকায় এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নিরাপত্তা বাহিনী।
এসএস//