শিরোনাম:
ডিবি হেফাজতে ইরফান সেলিম
- Update Time : ০৭:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান মোহাম্মদ সেলিম ও তার দুই সহযোগীকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৯ অক্টোবর তাদের ধানমন্ডি থানা থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ২৮ অক্টোবর রাতে মামলার তদন্তভার ডিবির কাছে ন্যস্ত করা হয়। এ কারণে আসামিদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, আজ দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তায় একটি মাইক্রোবাসে করে ইরফান সেলিম ও তার সহযোগী জাহিদুল ইসলাম ও সিদ্দিককে নিয়ে মিন্টু রোডের উদ্দেশে রওনা হয়।
রিমান্ডের প্রথমদিন বুধবার রাতে এই তিনজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করে ধানমন্ডি থানা পুলিশ।
এসএস//
Tag :
ডিবি হেফাজতে ইরফান সেলিম