কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পেছালো
- Update Time : ০৭:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পেছানো হলো । বৈশ্বিক মহামারি করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি বছরের মতো এবারো এই চলচ্চিত্র উৎসব আয়োজনের কথা ছিল। কিন্তু এখন তা আগামী ৮-১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইটারে এ প্রসঙ্গে লিখেছেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশীদার ও সিনেমা প্রেমীদের জানাচ্ছি, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, বিশ্বের সকল সিনেমা সম্প্রদায়ের সম্মতিক্রমে আমাদের উৎসবের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৮-১৫ জানুয়ারি এটি অনুষ্ঠিত হবে। চলুন প্রস্তুতি শুরু করি।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়। ভারতীয় বাংলা সিনেমার তারকাদের পাশাপাশি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, অভিনেত্রী জয়া বচ্চন, বলিউড কিংখ্যাত শাহরুখ খান, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনসহ অনেকেই এই উৎসবে হাজির হন।
এসএস//