ফিফা সভাপতি করোনায় আক্রান্ত
- Update Time : ১২:০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১ Time View
স্পোর্টস ডেস্ক : এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাস তথা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
মঙ্গলবার ২৭ অক্টোবর ফিফা নিশ্চিত করে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর রিপোর্ট পজিটিভ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার এ খবর ফিফা নিশ্চিত করেছে।
২০১৬ সাল থেকে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ৫০ বছর বয়সী এই ইতালিয়ান।
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফায় ১৬ বছর বিভিন্ন পদে দায়িত্বপালন করা ইনফান্তিনোর বেশ কিছু কাজ বহুল প্রসংশিত।
এর মধ্যে রয়েছে, ইউরো চ্যাম্পিয়নশিপে ২৪ দলের অংশগ্রহণ এবং উয়েফা নেশন্স লীগ। স্থগিত হওয়া ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপ ভিন্ন ১৩ দেশে আয়োজন করার ভাবনাটাও ইনফান্তিনোর।
বহুল আলোচিত বিশ্বকাপ ফুটবলে ৪৮ দলের অংশগ্রহণের ভাবনাটা প্রথম আসে ইনফান্তিনোর মাথা থেকেই।
এখন তার সুস্থতার অপেক্ষায় ফুটবল বিশ্বের।
এসএস//