শিরোনাম:
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত
- Update Time : ০১:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় জসিম উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৭ অক্টোবর এ দুর্ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জসিম উদ্দিনের স্ত্রীর ভাই মুনজুরুল ইসলাম জানান, দুপুরে তিনি ময়মনসিংহ থেকে ঢাকায় আমার বাসায় বেড়ানোর জন্য আসেন। বাসায় যাওয়ার জন্য খিলক্ষেত রেলক্রসিং এলাকায় এলে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের ঢামেক মর্গে রাখা হয়েছে।
এসএস//