মোহাম্মদপুরে ভাঙারি দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৭
- Update Time : ০৭:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণে মালিকসহ ৭ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মঙ্গলবার ২৭ অক্টোবর বিকেলে ভাঙারি দোকানে ময়লা প্যাকেজিং করার সময় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত হলে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বিকেল তিনটার দিকে ভাঙাড়ি দোকানে মেশিনে চাপ দিয়ে মালামাল প্যাকেট করা হচ্ছিলো। এ সময় ভেতরে থাকা একটি ফোমের বোতল বিস্ফোরণ ঘটে। এতে পাশের একটি ওয়ার্কশপের কর্মীসহ বেশ কয়েকজন আহত হন।
এসএস//