শিরোনাম:
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মৃত্যু
- Update Time : ০৬:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : গোপালগঞ্জ-কোটালীপাড়া গোপালগঞ্জ সড়কের সদর উপজেলার বেদগ্রাম বটতলা ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বেপরোয়া গতির কারণে সোমবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সুমনা খান (১৯)। তিনি গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের এনামুল খানের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার পুলিশ জানান, বিজয় দশমী উপলক্ষে সুমন তার বন্ধু পান্থ আইচকে নিয়ে কোটালীপাড়া যায়। গভীর রাতে বেপরোয়া গতিতে তারা মোটরসাইকেলে গোপালগঞ্জ ফিরছিলো। তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বেদগ্রাম বটতলা ব্রিজের রেলিং সজোরে ধাক্কা লাগে এতে দুজনই আহত হয়।
তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত পান্থ আইচ (২০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। সুমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস//
Tag :