শিরোনাম:
কাউন্সিলর ইরফান সেলিম বরখাস্ত
- Update Time : ০৮:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার ২৭ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
উপ-সচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নৌবাহিনীর একজন কর্মকর্তা ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ ফৌজদারি মামলা দায়ের, অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়ায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী কাউন্সিলর পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
সংসদ সদস্য হাজী সেলিমের পূত্র ও সংসদ সদস্য একরামুল হক চৌধুরীর জামাতা ইরফান।
এসএস//