শিরোনাম:
কলকাতার ঋষি জুটি বাঁধলেন সাফার সঙ্গে
- Update Time : ০৫:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ০ Time View
বিনোদন ডেস্ক : কলকাতার অভিনয়শিল্পী ঋষি কৌশিক বাংলাদেশের নাটকে অভিনয় করলেন। তিনি কলকাতার নাটকের জনপ্রিয় অভিনেতা। ‘চিলেকোঠার ভালোবাসা’ নামে এই নাটকে তাকে দেখা যাবে সাফা কবিরের বিপরীতে।
নাটকটি লিখেছেন আফরিন জামান লীনা, পরিচালনায় রাকেশ বসু। সম্প্রতি শ্রীমঙ্গলে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, ঋষি ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না থেকে একটি বাসার চিলেকোঠায় ওঠেন। সে বাসাতেই থাকেন সাফা। তাদের দুজনের পরিচয় পর্ব সুখকর না হলেও একসময় ভালোবাসা ও বিয়েও হয়। কিন্তু ক্যান্সারে মারা যায় সাফা। তবুও সাফাকে মনের মণিকোঠায় ঠাঁই করে রাখে ঋষি। এভাবে আরও কিছু ঘটনায় এগিয়ে যাবে নাটকটির কাহিনী।
এসএস//
Tag :