ইরফানকে কাউন্সিলর থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন হচ্ছে
- Update Time : ০২:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা হওয়ায় ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
মঙ্গলবার ২৭ অক্টোবর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, পূর্ণাঙ্গ তদন্ত শেষে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। যেহেতু বিচারাধীন বিষয়, তাই তার বিষয়ে কোর্টের আদেশ আমলে নিয়ে আমরা ব্যবস্থা নেব।
সংসদ সদস্য হাজী সেলিমপুত্র কাউন্সিলর ইরফানের সাজার বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। মন্দ কাজ করলে তাকে শাস্তি পেতেই হবে। তিনি কোন দলের, কি পদবীধারী তা বিবেচনা করার সূযোগ নেই।
মন্ত্রী বলেন, যে কাউন্সিলরের কথা আপনারা জানতে চাচ্ছেন, সে অভিযোগ আমাদের কাছে নথিভুক্ত হয়েছে এবং প্রসেস হচ্ছে। সম্ভবত আইন অনুযায়ী আজকেই তাকে সাময়িক বরখাস্ত করা হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, জনপ্রতিনিধির সাজা হলে আইন অনুযায়ী প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হয়। সে অনুযায়ী তাকে (ইরফান) সাময়িক বরখাস্ত করা হবে।
এক নৌ কর্মকর্তাকে মারধরের জেরে আনীত মামলায় ইরফানকে গ্রেফতারের তল্লাসীর সময় তার বাসায় বিদেমী মদ, বেআইনি ওয়াকিটকি, অস্ত্র ও অন্যান্য মাদক উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-এর ভ্রাম্যমান আদালত ইরফানকে এক বছরের কারাদন্ড দেয়। কারাদন্ডের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
এসএস//