শিরোনাম:
নেত্রকোনায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২
- Update Time : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ০ Time View
নেত্রকোনা প্রতিনিধী : উপজেলার বাংলা ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিনজন।
নিহত দুজন হলেন বাংলা গ্রামের ইউসুফ আলীর পুত্র মুফতি জসিমউদ্দিন (৩৫) এবং সতেরশ্রী গ্রামের মৃত চান মিয়ার পুত্র অটোচালক কমল মিয়া(৩০)। মুফতি জসিম উদ্দিন সতরশ্রী সাদিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ২৭অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে সদর উপজেলার বাংলা ইউনিয়নের বাংলা নয়াপাড়া নামক স্থানে ঠাকুরাকোনা থেকে যাত্রীবাহী অটো পৌছলে পণ্যবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএস//
Tag :