ট্রাম্প নির্বাচন পর্যন্ত ফ্লোরিডাতে থাকবেন
- Update Time : ০২:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ০ Time View
আন্তর্জাতিক ডেস্ক: বহুল প্রতিক্ষিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ভোটগ্রহণ আগামী ৩ নভেম্বর। প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হওয়ায় সেখানকার ভোট টানতেই আপাতত সেখানে বসবাস করবেন ট্রাম্প।
আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে ট্রাম্পের জন্য ফ্লোরিডার ২৯টি ইলেক্টোরাল কলেজ ভোট গুরুত্বপূর্ন। গত ১০০ বছরে ইতিহাসে দেখা যায় কোনো রিপাবলিকান প্রার্থীর পক্ষে এ ফ্লোরিডায় জয়লাভ ছাড়া হোয়াইট হাউস দখল করা সম্ভব হয়নি। ২০১৬ সালে ট্রাম্প এখানে ১ পয়েন্টের বেশি ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন, ফলে সঙ্গত কারণেই ট্রাম্প এ অঙ্গরাজ্য ধরে রাখার ব্যাপারে আশাবাদী।
অধিকাংশ জনমত জরিপ অনুসারে ফ্লোরিডায় ট্রাম্প ও বাইডেন সমানে সমান লড়াই চালিয়ে যাচ্ছেন। এ মুহূর্তে ট্রাম্পের তুলনায় ২ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ৪৮: ৪৬। ভিন্ন জরিপে অবশ্য এ ব্যবধান আরও কম, কোনোটিতে ট্রাম্প সামান্য এগিয়ে।
ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডাকযোগে ভোটে ভালোভাবে এগিয়ে থাকায় বাইডেন বেশ স্বস্তিতে ছিলেন। সোমবার ২৬ অক্টোবর থেকে ফ্লোরিডায় ভোটকেন্দ্রে গিয়ে আগাম ভোট দেয়া শুরু হয়েছে, প্রাথমিক হিসাব অনুসারে রিপাবলিকানরা বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে এসে ভোট দেয়া শুরু করেছেন। এ রাজ্যের ডানঘেঁষা কিউবান ভোটারদের অধিকাংশই ট্রাম্পের পক্ষেই ভোট দেবেন বলে ভাবা হচ্ছে। এতে স্বস্তির বদলে বাইডেনের কপালে এখন চিন্তার ভাঁজ।
জো বাইডেনের জন্য ফ্লোরিডা গুরুত্বপূর্ণ, তবে এ অঙ্গরাজ্য ছাড়াও তার পক্ষে ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট অর্জন সম্ভব। ফ্লোরিডার চেয়েও তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ডেমোক্র্যাটদের ‘নীল দেয়াল’ হিসেবে পরিচিত পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিন। গত নির্বাচনে এ তিন রাজ্যেই অল্প ভোটের ব্যবধানে ট্রাম্প জয়লাভ করে বিজয় ছিনিয়ে নিয়েছিলেন। বাইডেন এ মুহূর্তে এখানে ট্রাম্পের তুলনায় নিরাপদ ব্যবধানে এগিয়ে।
এখন বিশ্ব তাকিয়ে আছে শেষ হাসি কে হাসবে। আলোচিত সমালোচিত ট্রাম্প, না-কি বাইডেন ।
এসএস//