কপারটেক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- Update Time : ০১:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের ২০১৯-২০২০ ইং আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ। মঙ্গলবার ২৭ অক্টোবর কোম্পানি সূত্র এ তথ্য জানা গেছে।
সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৭৯ পয়সা এবং এনএভি ১২ টাকা ১৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
এদিকে তালিকাভুক্ত হওয়ার প্রথম বছর কোম্পানিটির মুনাফায় ধস নেমেছে। তার প্রভাব পড়েছে লভ্যাংশে। বিশ্বব্যাপী করোনার পাদুভাবের সঙ্গে দেশে লক ডাউনের কারেণ কপারটেকের আয়ে ধ্বস নেমেছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
এসএস//