সৌদি প্রবাসীদের ফেরাতে বিমানের আরও ৪ ফ্লাইট
- Update Time : ১২:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনায় দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরাতে চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি মাসের বাকী কয়েকদিনের মধ্যেই এসব ফ্লাইট পরিচালনা করা হবে।
আজ সোমবার ২৬ অক্টোবর বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন জানিয়েছেন, বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে যারা সৌদি আরব থেকে দেশে এসেছিলেন তাদের ফেরাতে এসব ফ্লাইটের আয়োজন করা হয়েছে। চলতি মাসের শেষেই চারটি ফ্লাইট পরিচালিত হবে। বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া যারা অন্য এয়ারলাইন্সে দেশে ফিরেছিলেন তাদের সৌদি আরবে ফিরে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। কারণ সৌদিয়া ও বিমান নিজেদের যাত্রীদের চাপে নতুন করে টিকিট দিচ্ছিল না। নতুন চারটি ফ্লাইট চালুর মাধ্যমে সৌদি প্রবাসীদের কাজে যোগদানের অনিশ্চয়তা অনেকটাই কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এসএস//