যুদ্ধবিরতি লঙ্ঘনে আর্মেনিয়া-আজারবাইজান
- Update Time : ০১:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ০ Time View
আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় যুদ্ধবিরতিও লঙ্ঘিত হয়েছে আর্মেনিয়া-আজারবাইজানে মধ্যে। রোববার রাতেও গোলাগুলি চলেছে। দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। তারই মধ্যে সোমবার সকাল ৮টা থেকে তৃতীয়বার যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছিল আর্মেনিয়া ও আজারবাইজান। আমেরিকার মধ্যস্থতায় শুক্রবার থেকে দীর্ঘ বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। রোববার শেষ পর্যন্ত তৃতীয়বার যুদ্ধবিরতির মানবিক সিদ্ধান্তে পৌঁছায় দুই পক্ষ।
সোমবার সকাল হতেই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার সকালে জানান, আর্মেনিয়া তাদের টারটার ও লাচিন শহরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। আর্মেনিয়াও পাল্টা দাবি করেছে। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে দুইটি দেশ। এরই মধ্যে গত সপ্তাহে ফের দুই দেশকে আলোচনার টেবিলে বসায় মস্কো।
এরপর প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং পরে মার্কিন কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন আর্মেনিয়া এবং আজারবাইজানের প্রতিনিধিরা। দীর্ঘ বৈঠকের পর রোববার সন্ধ্যায় নতুন করে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। আমেরিকা, আজারবাইজান ও আর্মেনিয়া যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয় মানবিক কারণে সোমবার সকাল ৮টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে।
এ দিকে ইরানের রেভোলিউশনারি গার্ড রোববার জানিয়েছে, আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্তে তারা সেনার সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি করেছে। ইরান যাতে দুই দেশের যুদ্ধ ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্যই এই ব্যবস্থা বলে তারা জানিয়েছে। বস্তুত, এর আগে ইরান দাবি করেছিল, দুই দেশের গোলায় বিধ্বস্ত হয়েছে ইরানের সীমান্তবর্তী একটি অঞ্চল।
এসএস//