তিতাস গ্যাসের লভ্যাংশ ঘোষণা
- Update Time : ০৫:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। রোববার ২৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্র এ তথ্য জানায়। সূত্র জানায়, শেয়ারহোল্ডারদের সম্মতিতে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল প্লাটফরমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
গত অর্থবছর ২০১৯-২০২০ কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৬৪ টাকা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৮.৪৮ টাকা। কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৭১.৩৯ টাকা।
এসএস//