শিরোনাম:
করোনায় আক্রান্তের সংখ্যা দেশে ৪ লাখ ছাড়াল
- Update Time : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আরও ১ হাজার ৪৩৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১৫ জন।
দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৫১ জন। এর মধ্যে ৫ হাজার ৮১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন।
আজ সোমবার ২৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা আসার আগ পর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।
এসএস//