মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৭ এবং ৮ নম্বর পিলারের উপর ৩৪ নম্বর স্প্যান টু – এ বসানোয় ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান হলো। ডিসেম্বরের মধ্যে বাকী ৮টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের।
আজ ২৫অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর পিলারের উপর ৩৪ নম্বর স্প্যান বসানোর কাজ শুরু হয়। নির্ধারিত তারিখের একদিন পূর্বে গতকাল সোয়া পাচঁটায় মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬শত টন ধারণ ক্ষমতার তিয়ান – ই ভাসমান ক্রেনটি দিয়ে ধূসর রঙ্গের ১৫০ মিটার দৈর্ঘ্যরে ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নির্দিষ্ট পিলারের নিকট নিয়ে আসা হয়। পরে সকাল সাড়ে ৮টায় পিলারের উপর স্প্যান বসানোর কাজ শুরু করে সকাল ১০ টায় সফল ভাবে স্প্যান বসানো হয়।
এসএস//
Leave a Reply