গাজিপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইলের বিল থেকে শনিবার রাত ৮টার দিকে খবর পেয়ে মোফাজ্জল হোসেন ওরফে তোফাজ্জল (৪১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
নিহত মোফাজ্জল হোসেন পূবাইলের হায়দরবাদ গজারি বন এলাকার আবদুল মজিদের ছেলে ও মোসলেমের বাড়ির ভাড়াটিয়া।
এ বিষয়ে নিহতের পিতা আব্দুল মজিদ বাদী হয়ে একই এলাকার আক্কাস মার্কেট এলাকার আবদুল কাদের গাজীর ছেলে আবদুল কাইয়ুমকে (৩৫) আসামি করে পূবাইল থানায় একটি মামলা করেছেন শনিবার রাতে। একই রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধা সাড়ে ৬টায় মোবাইল বাসায় রেখে বাইরে যায় মোফাজ্জল। একদিন অতিবাহিত হলেও বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করে তার পিতা আবদুল মজিদ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে তার মৃতদেহ হাজীপাড়া মাওরারটেক বিল ডোবার কিনারে পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে লাশ শনাক্ত করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার ঘাড় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত মোফাজ্জল ও অটোচালক কাইয়ুম তেল বিক্রির টাকা নিয়ে চুরির দায়ে গ্রাম্য সালিশির সম্মুখীন হয়েছিল। এ বিষয়ে কাইয়ুম মোফাজ্জলকে সন্দেহ করত বলে জানিয়েছে মোফাজ্জলের পিতা আবদুল মজিদ। তারই ফলশ্রুতিতে তাকে কাইয়ুম খুন করতে পারে বলে জানিয়েছেন মামলার বাদী।
মামলার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানা পুলিশ জানান, পূর্বশত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএস//
Leave a Reply