বিশেষ প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক এইউএম ফখরুদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।
জানাজ শেষে আজ সকাল সাড়ে নয়টায় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুমের স্ত্রী মমতাজ বিলকিস বানু বাসস’কে এ কথা জানান। মমতাজ বিলকিস বানুও সিনিয়র সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্য।
বৈশ্বিক মহামারি করোনায় মারা সংক্রমিত হয়ে এইউএম ফখরুদ্দিন শনিবার রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি … রাজিউন)।
করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রবীণ এ সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফখরুদ্দিন সর্বশেষ দ্য হলিডেতে কর্মরত ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশ টাইমস, দ্যা ইন্ডিপেন্ডেন্ট, দ্যা টেলিগ্রাফসহ বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিএ//এসএস
Leave a Reply