ধর্ষণের অপবাদে গৃহবধূর আত্মহত্যা!
- Update Time : ০১:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় ধর্ষণের অপবাদে ফাতেমা বেগম (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বামী সোহেল শেখ।
গত শুক্রবার ২৩অক্টোবর রাত ৯টার দিকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ফাতেমার স্বামী সোহেল শেখের বরাত দিয়ে জানায় , তাদের বাসা দক্ষিণখান ফায়দাবাদ ছাপড়া মসজিদ এলাকায়। ফাতেমার সঙ্গে এটি তার তৃতীয় বিয়ে। গত জুন মাসে ফাতেমাকে বিয়ে করেছেন তিনি। আর ফাতেমার এটা দ্বিতীয় বিয়ে।
পুলিশ আরও জানান, তার প্রথম বউয়ের সঙ্গে সোহেলের বিবাহবিচ্ছেদ হয়। দ্বিতীয় বউ গ্রামের বাড়িতে থাকেন। বিয়ের কয়েক দিনের মাথায় তাদের বাড়িওয়ালা আলী আহমদ, রানা, আলমগীর, নাজমুলসহ চারজন মিলে তার স্ত্রীকে গণধর্ষণ করেন। ভয়ে তার স্ত্রী ধর্ষণের বিষয়টি কাউকে বলেননি। চলতি মাসে তিনি জানতে পারেন। গত ৪ অক্টোবর দক্ষিণখান থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ওই মামলায় আলী আহমেদ ও রানা কারাগারে আছে। গত দু’দিন আগে মামলা ও পারিবারিক বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া হয়। কেন ফাতেমা আত্মহত্যা করেছে, তা সুস্পষ্টভাবে বলতে পারেননি সোহেল।
দক্ষিণখান থানা পুলিশ জানায়, সন্ধ্যায় বাসায় এসে সোহেল ফাতেমাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মামলার ও পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। গত পরশু দিনও তাদের মধ্যে হাতাহাতি হয়। এ কারণেই ফাতেমা আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএস//