গাজীপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার
- Update Time : ১২:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের হায়দারাবাদ এলাকার ঝিলের পার থেকে মোফাজ্জল হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে লাশটি উদ্ধার করা হয়। পূবাইল থানা পুলিশ এ তথ্য জানিয়েছেন।
নিহত মোফাজ্জল হোসেন (৪২) জামালপুরের সরিষাবাড়ি থানার বড়মড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি পূবাইলের হায়দারাবাদ এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানান জানান, শুক্রবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মোফাজ্জল। স্বজনরা সম্ভব্য সকলস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার রাতে স্থানীয়রা ওই ঝিলের পার তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
এসআই সাইফুল ইসলাম আরও জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের ঘাড়-হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। পূর্ববিরোধের জেরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসএস//