ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ এক শিশু নিহত
- Update Time : ০৫:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী ও এক শিশু নিহত হয়েছে।
আজ রোববার ২৫ অক্টোবর সকালে জেলার নান্দাইল ও দুপুরের দিকে গৌরীপুরে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের আবুল ইসলামের মেয়ে আফরোজা আক্তারের (৯) নাম জানা গেছে। সে নান্দাইলের দরিল্লা গ্রামে মামা বাড়ি থেকে পড়াশোনা করতো। গৌরিপুরে নিহত দুই নারীর নাম জানা যায়নি।
স্থানীয় থানা পুলিশ জানান, ভোরে প্রতিদিনের মতো বাড়ির পাশের মাদরাসা থেকে আরবি পড়ে ফিরছিলেন। এসময় সকাল ৮টার দিকে নান্দাইল-তাড়াইল সড়কের দরিল্লা এলাকার বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়, এতে সে ছিটকে পড়ে সড়কে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ দিকে গৌরীপুর থানা পুলিশ জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের রামগোপালপুর ইউনিয়ের গঙ্গাশ্রম এলাকায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী মারা যায়। এতে আহত হয় তিনজন। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও এক নারীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সিএনজিচালত অটোরিকশা দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
এসএস//