নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন।
রোববার ২৫ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার ২৪ অক্টোবর সন্ধ্যায় তথ্যমন্ত্রীর নমুনা পরীক্ষার ফল করোনা নেগেটিভ আসে। বাড়তি সতর্কতার জন্য তথ্যমন্ত্রীর স্ত্রীর নমুনাও পরীক্ষা করা হয়। তার ফলও করোনা নেগেটিভ এসেছে।
করোনা মহামারির মধ্যেও প্রতিদিনই সচিবালয়ে দাপ্তরিক কাজ করেন তথ্যমন্ত্রী। স্বাস্থ্যবিধি মেনে অংশও নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেও তিনি মন্ত্রণালয় সংক্রান্ত কাজ অব্যাহত রেখে গেছেন।
গত ১৬ অক্টোবর তথ্যমন্ত্রীর নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে এ সময় অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা থেকে মুক্ত ছিলেন তথ্যমন্ত্রী।
বৈশ্বিক মহামারি করোনায় চিরচেনা পৃথিবী আজ স্তব্দ ।
এসএস//
Leave a Reply