শিরোনাম:
আগামী ২ থেকে ১৫ ডিসেম্বর অধস্তন দেওয়ানী আদালতের অবকাশকালীন ছুটি বাতিল
- Update Time : ০৬:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ২ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : আগামী ২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অধস্তন দেওয়ানী আদালতের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সারাদেশ’কে আজ বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়াও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও আজ ২৫ অক্টোবর প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, গত ৮ অক্টোবর বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগনের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত অনুযায়ী অধস্তন দেওয়ানী আদালতসমূহের চলতি ২০২০ ইং বর্ষের ‘আগামী ২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর’ পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো। তবে ‘১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর’ পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে।
ডিএ/এসএস//
Tag :