আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলে দেশটির সিনেট ও প্রতিনিধি পরিষদের নির্বাচনের বিষয়টি এখন অনেকটা চাপা পড়ে আছে।
বাস্তবতা হলো প্রেসিডেন্ট নির্বাচনের মতোই এ দুটি খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের আইনসভার উভয় কক্ষে কারা সংখ্যাগরিষ্ঠ তার ওপর অনেক কিছুই নির্ভর করে। প্রেসিডেন্ট যিনিই হোন না কেন, তার দল প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠ না হলে তিনি অনেক কিছুই করতে পারেন না।
ডনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়ও বিষয়টি দেখা গেছে। প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প এমন অনেক কিছু করতে পারেননি, যা উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকলে তিনি করতে পারতেন। আবার এখন সুপ্রিমকোর্টে বিচারপতি নিয়োগ প্রায় তিনিই নিশ্চিত করে ফেলেছেন, তা তিনি পারছেন শুধু সিনেটে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতার জোরে।
প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যেই সিনেট নির্বাচন বেশ জমে উঠেছে। এরই মধ্যে রিপাবলিকান নেতাদের মধ্যে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই বছর প্রতিনিধি পরিষদের সবগুলো আসনে এবং সিনেটের ৩৫টি আসনে নির্বাচন হচ্ছে। সিনেটে এখন রিপাবলিকান-ডেমোক্র্যাট আসনের অনুপাত ৫৩-৪৭। ফলে রিপাবলিকানদের এখন অন্যতম বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা। আর ডেমোক্র্যাটরা চাইছেন নতুন করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে। এ লড়াইয়ে ডেমোক্র্যাটদের রিপাবলিকানদের থেকে চারটি আসন ছিনিয়ে নিতে হবে। অবশ্য বাইডেন প্রেসিডেন্ট হলে তিনটি রিপাবলিকান আসনে জয় পেলেই ভাইস প্রেসিডেন্টের ‘টাইব্রেকার’ ক্ষমতার বদৌলতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে ডেমোক্র্যাটরা। অন্যদিকে রিপাবলিকানদের কোনো আসন হারালে চলবে না। বড়জোর দুটি আসন হাতছাড়া করার ধকল নিতে পারবেন তারা।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যেই সিনেট নির্বাচন বেশ জমে উঠেছে। এরই মধ্যে রিপাবলিকান নেতাদের মধ্যে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই আশঙ্কার পেছনে সবচেয়ে বড় জ্বালানি হিসেবে কাজ করছেন স্বয়ং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কোভিড-১৯ মোকাবিলায় ব্যর্থতার দায় এখন গিয়ে পড়ছে রিপাবলিকান সিনেটরদের ওপর।
এবার যে সিনেট আসনগুলোয় নির্বাচন হচ্ছে, তার মধ্যে ২৩টিতেই রয়েছেন রিপাবলিকান সিনেটর। আর ১২টিতে রয়েছেন ডেমোক্র্যাট সিনেটর। এর মধ্যে ১২টি সিনেট আসনে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ১২ আসনই সিনেটে সংখ্যাগরিষ্ঠতার সমীকরণটি ঠিক করবে। এর মধ্যে ১০টি আসনে রয়েছেন রিপাবলিকান সিনেটর। আর ২টিতে রয়েছেন ডেমোক্র্যাট সিনেটর। ফলে ডেমোক্র্যাটরা উজ্জীবিত, আর রিপাবলিকানদের কপালে এখন চিন্তার ভাঁজ।
এসএস//
Leave a Reply