শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু
- Update Time : ১২:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে দুদিন বন্ধ থাকার পর শিমুলিয়া ও কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু হয়েছে। আজ ২৪ অক্টোবর শনিবার সকাল থেকে এই চলাচল শরু হয়। অন্যদিকে নাব্যতা–সংকটের কারণে বন্ধ আছে ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, আবহাওয়া অধিদপ্তর এই নৌপথকে ২ নম্বর সতর্কসংকেতের আওতায় নিয়ে আসে। তাই বৈরী আবহাওয়ার কারণে নদীতে ঝোড়ো বাতাস ছিল। এ কারণে দুর্ঘটনার আশঙ্কায় বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এই নৌরুটের ৮২টি লঞ্চ ও চার শতাধিক স্পিডবোট বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে আসায় এসব নৌযান আজ সকাল থেকে ফের চলতে শুরু করেছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক মো. শাহদাত হোসেন সাংবাদিকদের বলেন, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় দুপারের কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে ছিলেন। সকালে আবারও নৌযান চলাচল শুরু হলে যাত্রীদের মধ্যে স্বস্তি আসে।
স্থানীয় সূত্র জানায়, নাব্যতা–সংকটের জন্য ৯ দিন ধরে এই পথে ফেরি চলাচল বন্ধ। তিন মাস ধরেই এই নৌপথে তীব্র স্রোত ও নাব্যতা–সংকটে ফেরি চলাচল ভীষণভাবে ব্যাহত হচ্ছে।
এসএস//