নড়াইলে পূর্বশত্রুতায় গলা কেটে হত্যা
- Update Time : ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১ Time View
নাড়াইল প্রতিবেদক : নড়াইল সদর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে অরুণ কুমার রায় (৭২) নামে এক ব্যাকিকে গলা কেটে হত্যা করা হয়েছে। ছেলে বাড়িতে ফিরে ঘরে ঢুকে দেখেন বাবার গলাকাটা লাশ পড়ে আছে
গতকাল ২৩ অক্টোবর শুক্রবার উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অরুণ কুমার খুলনার বটিয়াঘাটা কলেজের সাবেক শিক্ষক। তার এক ছেলে ও এক মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, অরুণ কুমার রায় ওই বাড়িতে একাই থাকতেন। পরিবারের সদস্যরা চাকরিসূত্রে জেলার বাইরে থাকেন। মাঝেমধ্যে তাঁরা বাড়িতে আসেন। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের দোকানে অরুণকে চা খেতে দেখেছেন অনেকে। গতকাল সারা দিন আশপাশের কেউ তাঁকে দেখেননি। রাত সাড়ে আটটার দিকে ছেলে ইন্দ্রজিৎ রায় বাড়িতে ফিরে কলাপসিবল গেট তালা দেওয়া দেখতে পান। বারবার কলবেল চাপলেও ভেতর থেকে সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর তিনি অন্য পাশ দিয়ে ঢুকে দোতলায় বাবার থাকার কক্ষের মেঝেতে তাঁর গলাকাটা লাশ দেখতে পান। কক্ষটির দরজা খোলা ছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নড়াইল থানা পুলিশ জানান, বাসা থেকে কোনো টাকা, দলিল-দস্তাবেজ বা মালামাল খোয়া যায়নি। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএস//