উপকূল অতিক্রম করে নিম্নচাপটি মানিকগঞ্জে
- Update Time : ০১:৫১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১ Time View
আবহাওয়া ডেস্ক : বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপটি গতকাল সন্ধ্যায় উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট হয়ে ভারতের দিকে অগ্রস হচ্ছে।
নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে উপকূলীয় নদী বন্দরে স্বভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ শনিবার ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এসএস//