আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনায় জার্মানিতে এ পর্যন্ত ১০ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে। আজ শনিবার প্রকাশিত সে দেশের সরকারী হিসাবে এ কথা জানানো হয়।
কেন্দ্রীয় সরকারের সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট তাদের পরিসংখ্যানে জানায়, দেশটিতে মোট ১০ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৪ লাখ ১৮ হাজার ৫ জন আক্রান্ত হয়েছে।এদের মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭১৪ জন, যা একদিনের হিসাবে রেকর্ড সংখ্যক সংক্রমন।
কর্তৃপক্ষ করোনা মহামারি ঠেকাতে জনসমাগম বন্ধসহ বিধিনিষেধ কড়াকড়ি করেছে।
গত সপ্তাহান্তে দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘরে থাকার আহবান জানান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল।
এসএস//
Leave a Reply