মেজর (অব:) সিনহা হত্যা মামলায় ইতিবাচক অগ্রগতি : র্যাব ডিজি
- Update Time : ০৭:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক: মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শুক্রবার ২৩ অক্টোবর রাজধানীর রমনা কালীমন্দির পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
র্যাব ডিজি বলেন, মামলার তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে আর কিছু বলা সমীচীন হবে না।
গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা।
এ ঘটনায় তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করা হয়।
সিনহা রাশেদ হত্যাকান্ড নিয়ে দেশব্যাপী প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কক্সবাজার-টেকনাফ পুলিশের কতিপয় কর্মকর্তার ভূমিকা এবং মাদককে কেন্দ্র করে সেখানকার অনেক ঘটনা নিয়ে প্রতিবেদন গনমাধ্যমে প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় এবং ক্রসফায়ারে হত্যার নানা চিত্র প্রকাশ পায়।
এসএস/