স্বামীর লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে স্ত্রীরও মৃত্যু
- Update Time : ১২:৫৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ০ Time View
টাঙ্গাইল প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বামীর লাশ ঢাকা থেকে বাড়ি নেয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই পেয়ারা বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সাত ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী মারা যাওয়া খুবই মর্মান্তিক ঘটনা বলে জানান স্থানীয়রা। এ সংবাদে মৃতদের স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সেই স্ত্রী মারা যান। মারা যাওয়া দম্পতির বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর মাজারপাড় গ্রামে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত স্বামী মো. নেওয়াজ মিয়াকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
স্বামীর লাশ অ্যাম্বুলেন্সযোগে বাড়ি নিয়ে আসার পথে উপজেলার তক্তারচালা এলাকায় স্ত্রী পেয়ারা বেগম অচেতন হয়ে পড়েন। স্বজনরা ওই অ্যাম্বুলেন্স দিয়েই তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএস//