বিশেষ প্রতিবেদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার ২২ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
আসামিপক্ষে আইনজীবী আব্দুর রাজ্জাক জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, রুহুল আমিন গাজী এই মামলায় জামিনে ছিলেন। জামিন থাকার পরও কীভাবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তা বোধগম্য নয়। মামলার অভিযোগটি রাষ্ট্রদ্রোহ হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেয়া হয়নি। আসামি অসুস্থ। এ অবস্থায় তার জামিনের প্রার্থনা করছি। অপরদিকে সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আইনজীবী আজাদ রহমান জামিনের বিরোধিতা করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেয়া হয়েছে।
তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই আদালত তাদের বিরুদ্ধে পরোয়ানা দেন। আমরা তার জামিনের বিরোধিতা করছি।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ২১ অক্টোবর বিকেলে হাতিরঝিল থানা পুলিশ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এ সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার করে।
এসএস//
Leave a Reply