ধানখেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
- Update Time : ১০:৪৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১ Time View
নোয়াখালী প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদীতীরে ধানখেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের বামনী নদীর তীর-সংলগ্ন ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ থানা পুলিশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। তাঁর বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা পুলিশের। উদ্ধার হওয়া লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নদীতীর-সংলগ্ন ধানখেতে লাশটি পড়ে থাকতে দেখে। পরে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এসএস//